আলমডাঙ্গা ব্যুরোঃ আলমডাঙ্গা শহরের নৈশপ্রহরীসহ ২ শতাধিক দরিদ্রকে খাদ্যসহায়তা দিয়েছে তাঁরাদেবী ফাউন্ডেশন। গতকাল বুধরার রাতে দরিদ্রদের হাতে ওই খাদ্যসহায়তা প্রদান করা হয়।
তাঁরাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গার আহ্বায়ক ও আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি হাজী মীর শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর।
এ সময় তিনি বলেন, বর্তমানে করোনা সঙ্কটে সরকারের পাশাপাশি তারাদেবী ফাউন্ডেশন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়ে। তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গার আহ্বায়ক মীর শফিকুল ইসলাম খুঁজে খুঁজে বিপাকে থাকা মানুষদের সহযোগিতা দিচ্ছেন। সাহায্য নিতে গিয়ে কেউ যাতে অসন্মানের ভয় না পায়, সেজন্য তিনি রাতে সকলের হাতে সহযোগিতা তুলে দিতে চেয়েছেন। এভাবে সামর্থবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী বিজেস কুমার রামেকা, তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা ইউনিটের সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, এসআই রফিকুল ইসলাম, সদস্য নেছার আহমেদ প্রিন্স, তাফসির আহম্মেদ লাল মল্লিক, রোকনুজ্জামান লিটু, শরিফুল ইসলাম রিফাত, তরিকুল ইসলাম টুকুল, চশমা শাহিন প্রমুখ।