আলমডাঙ্গা পৌর আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর আ.লীগের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের রেলস্টেশনপাড়ায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ড আ.লীগের সভাপতি সোনা উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক। স্মারক বক্তা ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহাম্মদ ডন, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা শাহিন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, পৌর আ.লীগের সহ-সভাপতি রিপন আলী, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাসিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদিজ্জামান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিমন মল্লিক, শ্রম সম্পাদক সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলাল উদ্দিন, পৌর আ.লীগের নির্বাহী সদস্য কাউন্সিলর খন্দকার মজিবুল হক, রেজাউল হক তবা, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, দেলোয়ার মোল্লা, জহুরুল ইসলাম ঝন্টু প্রমুখ।

 

Comments (0)
Add Comment