আলমডাঙ্গা নানন্দবারের নাজমুল ইয়াবাসহ আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নান্দবার গ্রামের নাজমুলকে আটক করেছে। গতকাল শনিবার ভোরে নাজমুলকে তার নিজ গ্রাম থেকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার নান্দবার গ্রামের বসতিপাড়ার ফজলুল হকের ছেলে নাজমুল (৩২) পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি বাইরে থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা কিনে এনে এলাকায় যুব সমাজের নিকট বিক্রয় করতেন। ২৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়গাংনী তদন্ত কেন্দ্রের এসআই সাইদুজ্জামান ও এএসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ জুলাই ভোরে নাজমুলকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করেন। সকালে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Comments (0)
Add Comment