আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা মডার্ণ বেকারির অফিস রুমে কমিটি গঠন অনুষ্ঠিত হয়। কমিটি গঠন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বেকারী মালিক সমিতির সভাপতি গ্রীন ফুডের মালিক তহিবুর রহমান জোয়ার্দ্দার ও সম্পাদক প্রিয় ফুডের মালিক হাসানুজ্জামান সজিবের উপস্থিতিতে আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা বেকারি মালিক সমিতির সভাপতি মডার্ণ বেকারি মালিক ফিরোজ রহমান মিলন ও সম্পাদক রকিব ফুডের মালিক মিজানুর রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মনি ফুডের মালিক মনিরুজ্জামান মনি, জয়েন্ট সেক্রেটারি ময়ূরী ফুডের মালিক ওয়াডেদ আলী কচি, অর্থ সম্পাদক খন্দকার বেকারির মালিক খন্দকার তহিদুল ইসলাম, সদস্য সেতু ফুডের মালিক বাচ্চু মিয়া, এইচএস বেকারির মালিক হারিচুজ্জামান মিলন, মুসলিম বেকারির মালিক বাবুল মিয়া, আর্জু ফুডের মালিক আব্দুল আলীম, নিউ স্টার ফুডের মালিক মহির উদ্দিন, ফয়সাল বেকারির মালিক ইসমাঈল হোসেন, ভাই ভাই বেকারির মালিক লিটন আলী প্রমুখ।