আলমডাঙ্গায় ৪ মাসের সাজাপ্রাপ্ত সোহেল রানা গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত মোহাম্মদপুর গ্রামের সোহেল রানাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই খসরু আলম তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল রানার (২৮) বিরুদ্ধে ২০২০ সালে মাদক মামলা দায়ের করা হয়। কিছুদিন পর সোহেল রানা জামিনে মুক্ত হন। মামলাটির বিচার শেষে আদালত আসামি সোহেল রানাকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি হয়ে সোহেল রানা দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল ২৪ জানুয়ারি ওসমানপুর ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment