আলমডাঙ্গায় ৩শ শীতার্ত নারী-পুরুষ পেল কালেরকণ্ঠেরশুভসংঘের কম্বল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৩ শ’শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে দৈনিক কালের কণ্ঠের সংগঠন শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২৯ ডিসেম্বর বুধবার বেলা ৩টায় আলমডাঙ্গা॥ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠু, আলমডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তি আব্দুল ওহাব মিয়া, দৈনিক কালের কণ্ঠের আলমডাঙ্গা প্রতিনিধি ও শুভসংঘ আলমডাঙ্গা শাখার উপদেষ্টা রহমান মুকুল, বেতার শিল্পী রইচ উদ্দীন, শুভসংঘ আলমডাঙ্গার সভাপতি আতিক বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান রোকন, সহসভাপতি আসমাউল হুসনা মুনমুন, আসাদুজ্জামান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া রিয়া, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তাসনোভা শাহরিন পৃথা, জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, মায়া, তামান্না সাদিকা, আশিক শেখ প্রমুখ।
এর পূর্বে শুভসংঘের সদস্যরা আলমডাঙ্গা শহরে বসবাসকারী আদিবাসী, বেদে, ব্যাধ সম্প্রফায়সহ উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকারী শীতার্ত দরিদ্রদের মাঝে শুভসংঘের বন্ধুরা কম্বল বিতরণের স্লিপ বিতরণ করে। পরে স্লিপের বিনিময়ে সকলের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

Comments (0)
Add Comment