আলমডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, প্রাণিসম্পদ কর্মকতা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কণা, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন শেখ ফরিদ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কবিরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপসহকারী মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রওশনারা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমীন, তথ্য অফিসার ¯িœগ্ধা দাস, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের পিইউসি শাহাদৎ হোসেন, পরিসংখ্যান তদন্তকারী মফিজুল হক, উপজেলা সমবায় অফিসার সাহারুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল প্রমুখ।

Comments (0)
Add Comment