আলমডাঙ্গায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ রাধিকাগঞ্জের কুরবান আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পশুহাট রাধিকাগঞ্জের কুরবান আলীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কুমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট রাধিকাগঞ্জ ফকিরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে কুরবান আলী (৪৮) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। সে বিভিন্ন জায়গা থেকে গাঁজা নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬”র ডিএডি জামিল হোসেনের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার কুমারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুমারী বাজারে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কুরবান আলী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। আটকের পর তার নিকট থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬’র ডিএডি জামিল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment