আলমডাঙ্গায় যুব মহিলা লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় যুব মহিলা লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ১৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিউলি খাতুন, সহ-সভাপতি পূর্ণিমা হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলীজা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজলী খাতুন, আলমডাঙ্গা পৌর যুব মহিলা লীগের সভাপতি রিনা খাতুন। আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা খাতুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সাবিহা খাতুন, সম্পাদক আলিয়া খাতুন, কুমারি সভাপতি সালমা খাতুন, সম্পাদক নুপুর, ডাউকি সভাপতি মাশু খাতুন, সম্পাদক জাহানারা খাতুন, বেলগাছী সভাপতি মজিরন খাতুন, সম্পাদক তাপসি, জামজামি সভাপতি নয়ন তারা, সম্পাদক আফরোজা খাতুন, খাসকররা সভাপতি সবেদা খাতুন, সম্পাদক মিলা খাতুন, জেহালা সভাপতি আরিফা খাতুন, সম্পাদক লাভলী খাতুন, বাড়াদি সম্পাদক ফিরোজা, নাগদাহ সভাপতি সাজেদা খাতুন, সম্পাদক আইরিন খাতুনসহ ১৫ ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment