আলমডাঙ্গা ব্যুরো: মাছ চুরির সময় বাধা দেয়ায় পুকুর মালিক সাদ আহমেদ ঝন্টুকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে। আলমডাঙ্গার ডামোশ গ্রামের সাদ আহমেদ ঝন্টুর পুকুরে মাঝে মধ্যে মাছ চুরি হয়ে আসছিলো। গত ২২ আগস্ট সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন একই গ্রামের আতিয়ার রহমান ও তার ছেলে মিঠুন চুরি করে ছিপ ফেলে মাছ ধরছে। কেনো তারা চুরি করে মাছ ধরছে এমন প্রশ্ন জিজ্ঞেস করলে পুকুর মালিকের সাথে তাদের তর্কাতর্কি শুরু হয়। এরই এক পর্যায়ে আতিয়ার রহমানের হাতে থাকা হাসুয়া দিয়ে পুকুর মালিক সাদ আহমেদ ঝন্টুর কাধে কোপ মেরে রক্তাক্ত জখম করে। ওই সময় পুকুর মালিক পড়ে গেলে আতিয়ারের ছেলে মিঠুন তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। প্রতিবেশীরা জানতে পেরে পুকুর মালিককে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।