আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কেদারনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রী ২ সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরের দরজা খুলতে গেলে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের প্রবাসী আসাবুল হকের স্ত্রী ২ সন্তানের জননী রওশনারা খাতুন (৩৬)। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাইরের কাজ শেষে রওশনারা খাতুন সন্ধ্যায় নিজ ঘরে ঢুকতে যায়। ঘরের স্টিলের দরজার ভেতর দিয়ে বাইরে বিদ্যুতের লাইনের সংযোগ রয়েছে। ওই সংযোগ তারে লিক থাকায় ঘরের দরজা বিদ্যুতায়িত হয়ে যায়। দরজায় হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে ঘরের মেঝেতে পড়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূর। রাত ৮টার দিকে রওশন আরার ছেলে অন্তর মাকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পায় রওশন আরা মারা গেছেন। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, কেদারনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর বিষয়টি শুনেছি। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।