আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বামানগর গ্রামে পানের বরজের ভেতর থেকে পুলিশ গাঁজাগাছ উদ্ধার করেছে। এ সময় পানের বরজের মালিক শাহাবুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের মৃত জামায়াত আলীর ছেলে শাহাবুল ইসলাম তার পানের বরজের ভেতর গাঁজাগাছের চাষ করছে। এমন সংবাদ গোপনে মাধ্যমে জানতে পেরে আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ জুলাই সন্ধ্যার আগে ওই পান বরজে অভিযান চালান। ওই সময় পুলিশ পান বরজের ভেতর থেকে ১টি গাঁজাগাছ উদ্ধার করে। সেই সাথে আটক করা হয়েছে পান বরোজের মালিক শাহাবুল ইসলামকে।