আলমডাঙ্গায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার ২

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পল্লি বিদ্যুতের উপকেন্দ্র-২ (হাটবোয়ালিয়া) হামলা ও ভাঙচুর মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুলাই রাতে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণ ওই উপকেন্দ্রে বেশকিছু যুবক প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ও নাজিবুল ইসলাম নায়েব নামের দু’জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া, মহেশপুর, হাটবোয়ালিয়া এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুতের প্রচন্ড লোডশেডিং চলছে। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত রোববার রাতে বেশকিছু মানুষ উপজেলার গৌরিহৃদ গ্রামস্থ মহেশপুর মোড়ে অবস্থিত পল্লী বিদ্যুতের আলমডাঙ্গা উপকেন্দ্র-২ (হাটবোয়ালিয়া) প্রবেশ করে কর্তব্যরত কর্মচারীদের বাঁধা প্রদান ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার পর মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বাদী হয়ে উপকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে কর্তব্যকাজে বাঁধা প্রদান, ভাঙচুর ও ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। গত ৪ জুলাই রাতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গৌরিহৃদ গ্রামের শরিফুল ইসলামের ছেলে মামলার ১নং আসামি তরিকুল ইসলাম (৩৫) ও সন্দিগ্ধ আসামি একই গ্রামের মৃত বাদশা ম-লের ছেলে নাজিবুল ইসলাম নায়েবকে (২৮) গ্রেফতার করা হয়। গতকালই গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment