আলমডাঙ্গায় চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের চিকিৎসা অনুদানের চেক ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস  রোগীদের মাঝে প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বলরামপুর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ চেক প্রদান করা হয়। আলমডাঙ্গা বলরামপুর গ্রামের কৃতিসন্তান নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানের সহযোগিতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চিকিৎসা অনুদানের ২০ তম চেক প্রদান করা হয়। গতকাল শুক্রবার উপসচিব আমিনুর রহমানের পিতা মজিবর রহমান ৮ জনের হাতে প্রত্যেককে ৫০ হাজার করে ৪ লাখ টাকার এ চেক তুলে দেন। ইতোপূর্বে তিনি ১৯ বার চেক প্রদান করেছেন। উপসচিবের ভাই বলরামপুর বায়তুন নূর জামে মসজিদের সভাপতি ও আলমডাঙ্গা  পৌরসভার লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমান। এছাড়াও উপসচিব আমিনুর রহমান এলাকার গরীব দুস্থদের মাঝে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানসহ মসজিদ, মাদরাসা, কবরস্থান, এতিমখানা ও স্কুলের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। তাছাড়া, তিনি নিজের তহবিল ও মজিবর রহমান দুস্থ ও সমাজ-কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশকিছু অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করেন। চেক প্রদানকালে মজিবর রহমান সকলের কাছে তার ৩য় পুত্র নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুর রহমানের পেশাগত সাফল্য ও শারীরিক সুস্থতার জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন বলরামপুর বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইন উদ্দিন, খতিব মহর আলী, মোয়াজ্জিম জিল্লুর রহমান, আব্দুল ওহাব, শামীম রেজা ছেন্টু, ডা. আজিজুল হক, আবু জাফর, পৌরসভার আজিজুল হক, কাছারি বাজারের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমীন  প্রমুখ।

Comments (0)
Add Comment