আলমডাঙ্গায় কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতির সভা 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও উপজেলা আ.লীগের সভাপতি আবু মুছাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের নিজস্ব জমিতে বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ গোলাম রহমান সিঞ্জুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও কেন্দ্রীয় তন্তবায় সমবায়  শিল্প সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বিশিষ্ঠ ব্যবসায়ী হাজি আব্দুল হাই, হাজি আব্দুল খালেক, হাজি আলাউদ্দিন, আলম হোসেন। আবুল কাসেম টুকুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ১৩টি সমিতির সভাপতি সম্পাদকের মধ্যে নুর নবী, সিরাজুল ইসলাম, আরমান, আব্দুল গফুর, আজিজুল হক, আলফাজ আলী, মোশারেফ হোসেন, আব্দুল জলিল, আবুল কাসেম, রাজু, মহর আলী, সুলতান আলী, মনিরুজ্জামান, আক্তারুজ্জামান, গোলাম কিবরিয়া, মামুন-অর- রশিদ, ইয়াকুব আলী, মোকছার আলী, শামীম রেজা, শরিফুল, সাইদুর রহমান, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, রুহুল আমিন, ইমাদুল হক, ইব্রাহিম, লাভলু, রঞ্জু প্রমুখ। পরে ১৩টি সমিতির মধ্যে ইসলামপুর সমিতি শ্রেষ্ঠ হওয়ায় সমিতির সভাপতি অলফাজ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Comments (0)
Add Comment