আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসমান আলী ম-লের পিতা মরহুম জব্বার মালিতা ও মাতা আজিরন নেছার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আসমান আলীর বাড়ি পৌর এলাকার নওদাব-বিলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু মুসা, আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পরিমল কুমার ঘোষ কালু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ পৌরসভার সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুক্তার রহমান।