আলমডাঙ্গার সয়ম্ভর পাবলিক লাইব্রেরির বই কেনার জন্য এসএসসি ৮৯ ব্যাচ ফেইথ সংগঠনের নগদ অর্থ উপহার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাইলট বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের ফেইথ সংগঠনের পক্ষ থেকে সয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে বই কেনার জন্য ২০ হাজার টাকা নগদ প্রদান করেছে। ৪ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা হাইরোডের জেএস টাওয়ারে অবস্থিত সয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে এ নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেন। সয়ম্ভর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আলমডাঙ্গার জনগণের পাঠ্য অভ্যাস গড়ে তোলার জন্য অবদান রেখে চলেছে। তাদের এই কাজকে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি আলমডাঙ্গা পাইলট বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘ফেইথ’এর প্রতিনিধিরা লাইব্রেরি কর্তৃপক্ষের নিকট এই নগদ অর্থ হস্তান্তর করেন।

Comments (0)
Add Comment