আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদকসেবির ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে এক মাদক সেবির ৪ মাসের কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে জেহালা অঘোরনাথ মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদ- দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই রাকিবুল, এএসআই সাহাবুদ্দিন লঙ্কর, সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জের জেহালা গ্রামের অঘোরনাথ পাড়ায় অভিযান চালায়। অভিযানে অঘোরনাথ পাড়ার আলিহীমের ছেলে রাজিব হোসেন (২৯) কে নেশার জন্য কাছে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করে। এলাকাবাসী জানান, মুন্সিগঞ্জ পশুহাটে রয়েছে কয়েকটি বাংলা মদ ব্যবসায়ী। তারা বাংলা মদ খাওয়ার লাইসেন্সে খোলামেলা বাংলা মদ বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে। মদ বিক্রির ফলে উঠতি বয়সের যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মদ বিক্রি বন্ধে এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে।

Comments (0)
Add Comment