আলমডাঙ্গার মুন্সিগঞ্জে করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ

 মুন্সিগঞ্জ প্রতিনিধি,

অনলাইন ডেস্ক: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে  করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেহালা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নমুনা নেয়া হয় তাদের। তারা তিন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।  এরমধ্যে একজন নারী ও ২ জন পরুষ।  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়া উদ্দিন আহমেদ সাঈদ এই নমুনা পরীক্ষা করেন। এ ব্যাপারে জেহালা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ সহকারী মেডিকেল অফিসার আব্দুল লতিফ বলেন, ঢাকা থেকে আসা তিনজনের করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়েছে। আগামী ৪ দিনের ভিতরে রিপোর্ট পাওয়া যাবে বলে জানান তিনি।

সম্পাদনায় আলম আশরাফ

 

 

Comments (0)
Add Comment