আলমডাঙ্গার ভোগাইল গ্রাম থেকে ৬ জুয়াড়ি আটক

আলমডাঙ্গা ব্যুরো/আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী ক্যাম্প পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে ভোগাইল গ্রামের জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে। ৩১ আগস্ট গভীর রাতে ভোগাইল গ্রামের লেসমি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
জানাগেছে, উপজেলার ভোগাইল গ্রামের লেসমি খাতুনের বাড়িতে বেশ কিছুদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসে। ৩১ আগস্ট গভীর রাতে আসমানখালী ক্যাম্প পুলিশের আইসি এসআই আনিসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আসরে অভিযান চালান। জুয়ার আসর থেকে ভোগাইল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে লিটন ফকির (৪৩), হোসেন আলীর ছেলে রকিবুল ইসলাম (২৭), হায়েত আলীর ছেলে রাজা মিয়া (২৭), সেন্টু আলীর ছেলে রতন আলী (২১), মৃত নিজাম আলীর ছেলে মিনারুল ইসলাম (৪০) ও মিরপুর উপজেলার সুতাইল গ্রামের মৃত মোমিনুল ইসলামের ছেলে সজিব আহমেদকে (৩৫) আটক করে। এসময় জুয়ার আসর থেকে জুয়ার বোর্ডের নগদ টাকা ও জুয়া খেলার সরাঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে আলমডাঙ্গা থানায় আনা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment