আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা জাসদের (ইনু) আহ্বায়ক ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ব্রেন স্ট্রোক করেছেন। তিনি এর আগেও একবার স্ট্রোক করেন। তিনি হঠাৎ অসুস্থ হলে পড়লে তাকে কুষ্টিয়া সনো টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতি খারাপের দিকে গেলে গতকাল তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
এম সবেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, তার বাবার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এম সবেদ আলী ছাত্রাবস্থায় ৭১’ এ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের সাথে পাক বাহিনীর সাথে লড়াই করেন। তিনি স্বাধীনতা পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে যোগ দেন। তিনি আলমডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পৌরসভা, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন।
তার ছেলে আব্দুল্লাহ আল মামুন আরো জানান, এর আগেও তার বাবা একবার স্ট্রোক করেছিলেন। এটা তার দ্বিতীয় স্ট্রোক। মামুন তার পিতা এম সবেদ আলীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।