আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে ওজু করার সময় কাপড় ভিজিয়ে দেয়ার ঘটনায় উত্তেজনা

 

আলমডাঙ্গা ব্যুরো: ওজু করার সময় কাপড় ভিজিয়ে দেয়ার ঘটনায় আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে তুলকালাম ঘটনা ঘটেছে। পরে এ গোলযোগে যুক্ত করা হয়েছে কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামিমকে।

এলাকাবাসীসূত্রে জানা যায়, গত বুধবার রাতে গ্রামের মসজিদে নামাজ পড়তে যান আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের বৃদ্ধ মজনু মিয়া। তিনি মসজিদে গিয়ে ওজু করতে যান। এমন সময় ওজু করতে গিয়েছিলেন পারকুলা গ্রামের মিন্টুর ছেলে খাজা। খাজা ওজু করতে গিয়ে পানি দিয়ে কাপড় ভিজিয়ে দিয়েছে এমন অভিযোগ তোলেন বয়স্ক মজনু মিয়া। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে খাজা লাঞ্ছিত করেন মজনু মিয়াকে।

গতকাল সকালে এ ঘটনা নিয়ে মজনু মিয়ার ভাতিজা রুবেল পাইকপাড়া গ্রামের মিঠু, তুষার, লিঙ্কন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এ সময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আটক করা হয় এ চার যুবককে। তবে খাজা পলাতক রয়েছেন।

পরে এ ঘটনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ নেতা শামিমের লোকজনের মধ্যে সংক্রমিত হয়। গ্রামজুড়ে উত্তেজনা ছড়ায়। তবে গতকাল রাতে উভয়পক্ষ থানায় এসে বিষয়টি মিমাংসা করেছে।

Comments (0)
Add Comment