আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের রুইতনপুর বাজারে যুবলীগের পার্টি অফিসে শান্তি সমাবেশে আলোচনা অনুষ্ঠানে চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইনতাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক চিৎলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন, আবেদ আলী, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মুনজুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা নাসির শেখ, ইউসুপ মহুরী, রফিকুল ইসলাম, আব্দুল হাই, আবু তালেব, আকরাম আলী, ইলিয়াছ আহমেদ মুকুল, জিনারুল ইসলাম, মনোয়ার হোসেন, রাজন আলী, শাহাবুল হক, লুৎফর রহমান, বুরহান উদ্দীন, রনি আহমেদ, সোহাগ হোসেন, রিয়াজুল ইসলাম, হোসেন আলী, তোহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগনেতা সাইদুর রহমান।

Comments (0)
Add Comment