স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫নং গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান আলী দায়িত্ব পেয়েছেন। এর আগে গত শুক্রবার ৫নং গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় ৫নং গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয়া হলো। কমিটিতে সভাপতি হিসেবে মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান আলী, সহ-সভাপতি হাফিজুর রহমান, ইকবাল কাদির, শরিফুল ইসলাম, রাজন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, রাশেদ আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক আলাউদ্দীন, সদস্য হিসেবে জিবন মিয়া, মনোয়ার হোসেন ও ফরহাদ রেজা দায়িত্ব পেয়েছেন।