আলমডাঙ্গার খাদিমপুরে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বাড়ির পাশের গর্তে পানিতে ডুবে প্রিয়াংকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে খাদিমপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু প্রিয়াংকা খাতুন লিটন হোসেনের একমাত্র মেয়ে। মেয়েটির বাবা লিটন হোসেন জানান, প্রিয়াংকা বাড়ির বাইরে খেলা করছিলো। খেলা করতে যেয়ে কখন গর্তে ডুবে গেছে কেউ জানতে পারেনি। দুপুরের পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গাতে খোঁজ করতে থাকে মেয়ের মা। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। পরে বাড়ির পাশের গর্তে মেয়ের পায়ের জুতা ভাসতে দেখি সাথে সাথে প্রতিবেশীদের সহযোগিতায় গর্ত থেকে মৃত অবস্থায় মেয়েকে উদ্ধার করি। একমাত্র মেয়ের মৃত্যুতে বাবা ও মাসহ পরিবারের সকলে দিশেহারা। রাত ১০টার দিকে খাদিমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Comments (0)
Add Comment