স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন অবৈধ্য ও ভিত্তিহীন দাবি করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো.শরীফুজ্জামান শরীফ এক যৌথ বিবৃতিতে এতথ্য জানিয়েছে বলেছেন, গতকাল শনিবার ১২ মার্চ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মাধ্যমে ‘কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত’ শিরোনামে সংবাদটি জেলা বিএনপির দৃষ্টিগোচরীভূত হয়েছে। সেখানে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের তথ্যও জানা গেছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুুর সরাসরি তত্ত¡াবধানে চুয়াডাঙ্গা জেলার অধীন শাখাসমূহের পুনঃগঠন প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন কাজ অনেকটাই এগিয়ে গেছে। এরমধ্যে আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠনের সংবাদে আমরা বিস্মিত। এই প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন। জেলা বিএনপি এ অগঠনতান্ত্রিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যারা নিজেদের স্বার্থে দলের ভেতর বিভাজন তৈরি করতে চায়, তাদের প্রতি আহ্বান থাকবে দেশ ও দলের বৃহৎ স্বার্থে ঐক্য প্রক্রিয়ায় শামিল হওয়ার জন্য। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লড়াইয়ের অংশ হিসেবে দল গোছানোর কাজ বাঁধাগ্রস্ত করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, দল স্বীকৃত নয় এমন কোনো পাল্টা কমিটি বা বিভেদ তৈরির নোংরামিতে নিজেদেরকে না জড়ানোর জন্য। আপনাদের অসন্তুষ্টি বা কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে বলার অনুরোধ রইলো। জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব আপনাদের প্রতি সচেতনভাবেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। সকলের জন্য দলের খুব স্পষ্ট বার্তা হচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ্ঞাতসারে চুয়াডাঙ্গা জেলা বিএনপি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দলের নির্দেশনার বাইরে কোনো প্রক্রিয়া বা কার্যক্রম বৈধ বলে বিবেচিত হবে না।