আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর করোনা আক্রান্ত হয়েছেন। গত ২১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় (র্যাপিড টেস্ট) তার করোনা পজিটিভ আসে। তিনি দু’ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর জানান, সম্প্রতি তিনি সর্দি জ্বরে আক্রান্ত হন। ওই সময় র্যাপিড টেস্টে পজিটিভ আসে। তিনি দুইডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ জানুয়ারি ইউএনও রনি আলম নূর সর্দি-জ্বরে আক্রান্ত হলে র্যাপিড টেস্ট করা হয়। রেজাল্ট পজিটিভ এসেছে। তবে তিনি এখন অনেকটা সুস্থ।