আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখাখী বাজারে ভ্রম্যমাণ অভিযানে জরিমানা করা হয়েছে। গত পরশু রোববার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে মহামারি করোনা ভাইরাসে অসাবনতায় থাকায় ও লোকালবাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ওজনে কম দেয়া, মৎস ব্যবসায়ীদের হাত দাঁড়িপাল্লা জব্দ ও মাস্ক ব্যবহার না করাসহ অপরাধে বিভিন্ন স্থানে জরিমানা করা হয়েছে। বাজারের পান ব্যাসায়ী শ্রী সঞ্জয় কুমার মাস্ক ব্যবহার না করে তার আড়তে অর্থ লেনদেন করার ৫ হাজার টাকা, ফার্মসিতে পরিস্কার না থাকায় ফার্মসি মালিক ডা. হাফিজ উদ্দীনকে ৩ হাজার টাকা, একটি লোকাল বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও আসন ছাড়া যাত্রী তোলায় গাড়ির সুপারভাইজার খোকনকে ৩ হাজার টাকা, মুদি দোকানে হাত দাড়িপাল্লায় পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানের মালিক বকতিয়ার হোসেনকে ১ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করে চলাচলাকারীদের ১ থেকে ২শ’ টাকা হারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মৎস বাজারে মাছের হাত দাঁড়িপাল্লা জব্দ করেছে। ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লিটন আলী। এ সময় উপস্থিত ছিলেন সঙ্গীয় ফোর্সসহ আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহিম। গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, হাটের ইজারাদার বজলুর রহমান প্রমুখ।