আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রাধিকাগঞ্জের একদল উত্তেজিত যুবক শহরের পশুহাট বাজারের আল্লাহর দান হোটেল ভাঙচুর করেছে। কালিদাসপুর গ্রামের কতিপয় যুবকের সাথে রাধিকাগঞ্জের কিছু যুবকের মারামারির সূত্র ধরে ওই হোটেলে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক হাফিজুর রহমান।
জানা গেছে, লিচু কেনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে কালিদাসপুর গ্রামের কিছু যুবকের সাথে রাধিকাগঞ্জের কিছু যুবকের মারামারি হয়। সে সময় পুলিশ উপস্থিত হলে বিবাদমান দুপক্ষ সটকে পড়ে। পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যায় রাধিকাগঞ্জের উত্তেজিত কিছু যুবক শহরের পশুহাট বাজারে অবস্থিত কালিদাসপুর গ্রামের হাফিজুর রহমানের আল্লাহর দান হোটেলে ভাঙচুর চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এদিকে, বিনা উস্কানিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।