আলমডাঙ্গার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠিত

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. মতিয়ার রহমান অবসরকালিন বিদায় ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার হালদার অন্য বিদ্যালয়ে চলে যাওয়াই বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের চত্বরে বিদায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন আইলহাস লক্ষ্মীপুর  মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলহাস লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মেদ, পরিচালনা কমিটির সদস্য নায়েব আলি, জহুরুল ইসলাম, ইকতিয়ার হোসেন, শিউলি খাতুন, সহকারী প্রধান শিক্ষক শাহানারা খাতুন, শিক্ষক জাহান আলি, নুরুল ইসলাম, মানোয়ার হোসেন, ইকবাল মাহমুদ, তানভির আহম্মেদ, আব্দুল খালেক, শামিম রেজা, হুমাউন কবির, সেলিমুজ্জামান, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত রানা আহম্মেদ, ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তৃপ্তি খাতুন, খাইরুন নাহার, রাজু আহম্মেদ, সুমাইয়া খাতুন, আল যুবায়ের, জলি খাতুন, বিদায়ী শিক্ষক মাও. মতিয়ার রহমান ও শ্যামল কুমার হালদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষথেকে বিদায়ী শিক্ষকদের দেরকে নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Comments (0)
Add Comment