আমঝুপিতে সামাজিক নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: বিদ্যালয় পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সামাজিক নিরীক্ষা কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আমঝুপি মউকের হলরুমে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মশালার আয়োজন করে। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আপিল উদ্দীন ও উপজেলা ইন্সট্রাক্টর মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। কর্মশালায় বিদ্যালয় ভিত্তিক সামাজিক নিরীক্ষা কার্যক্রমের সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা ও বর্তমান সময়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক নিরিক্ষা ও স্লীপ কার্যক্রম নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। কর্মশালায় করোনাকালীন সময়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোচনায় তুলে ধরা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, পিটিএ প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, স্লীপ প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

 

Comments (0)
Add Comment