মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক মিলন। অতিথি ছিলেন মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আলহাজ মো. আব্দুল জলিল, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক আহম্মদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রধান অপদেষ্টা আসাদুজ্জামান লিটন প্রমুখ। অনুষ্ঠানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী নূপুর খাতুন, রিয়াদ হাসান, হিমু খাতুন, নিহা মাসুদ, মিমকে সংগঠনটির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সময় মীর চানাচুরের পক্ষ থেকে তাদের বৃত্তি প্রদানের আশ^াস দেয়া হয়।