স্টাফ রিপোর্টার: মামলার বিষয়ে কথা বলার জন্য আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বরিশাল মহানগরের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবুল বাশারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার সকালে কোতয়ালি মডেল থানায় এসআই আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশারকে আদালতে নেয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল বাশার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারিপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী নারী বরিশাল মহানগরের বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম শনিবার বিকেলে জানান, এসআই আবুল বাশারের বিরুদ্ধে এক নারী ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কোতয়ালি মডেল থানা এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে পরিচয় হয় ভোক্তভোগী ওই নারীর। তখন দুজনের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়। ১৩ অক্টোবর একটি মামলার বিষয়ে এসআই আবুল বাশারকে ফোন করেন ভুক্তভোগী নারী। তখন ওই নারীর অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী (ভুক্তভোগী নারী) তার অবস্থান জানালে সেখানে যান এসআই আবুল বাশার। তখন ভুক্তভোগী নারীকে ফুসলিয়ে নগরীর প্যারারা সড়কের একটি আবাসিক হোটেলে নিয়ে যান আবুল বাশার। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে বসে দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে আবুল বাশার জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। বিকেল ৫টার দিকে কাঁদতে কাঁদতে হোটেল কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে একদিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
আবুল বাশারের বিরুদ্ধে স্টিমারঘাট এলাকায় বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ আছে। এছাড়া আবুল বাশার মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকা অবস্থায় এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন।