চুয়াডাঙ্গার কুতুবপুরে ইউপি নির্বাচন উপলক্ষে পথসভায় অতিরিক্ত পুলিশ সুপার
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে পুলিশের পক্ষ থেকে পথসভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নয়মাইল বাজার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিচুরজ্জামান বলেন, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। সঠিক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা স্বার্থে আপনাদের পাশে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দেবেন না। সঠিক অভিযোগ আমাদেরকে জানাবেন। আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সবসময় প্রস্তুত আছি। এলাকার অনেকেই শঙ্কার কথা জানান, নির্বাচনে ভোট কেটে নেয়া, ফলাফল পরিবর্তনের এই বিষয়ে তিনি বলেন, এ শঙ্কার কোনো ভিত্তি নেই। আপনি আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দেবেন কেউ বাধা প্রদান করলে আমাদেরকে অবহিত করবেন। আপনার পছন্দের ভালো প্রার্থী আপনি নিজে যাচাই বাচাই করে নির্বাচিত করবেন। সকলকে আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইনের প্রতি আমাদের সকলকেই শ্রদ্ধাশীল হওয়া দরকার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মহাসিন আলি পিপিএম বার ও চুয়াডাঙ্গা সদর থানার অপারেশন অফিসার একরামুল হক। ভোটারদের দাবি কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে ঝুঁকি পূর্র্ণকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে তার সুব্যবস্থা করতে হবে।