আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামের আক্তার হোসেনের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ এ অভিযোগ পেয়ে পাঁকা গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়েছে। গতকাল আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার জাহান আলীর ছেলে শিমুল হোসেন পাঁকা গ্রামের করিম ম-লের ছেলে আক্তার হোসেনের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান ও টুআইসি এএসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে পাঁকা গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে পুলিশ বলছেন, ছিনতাই নয়, ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, উভায়ের মধ্যে পাওনা টাকা পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মোটরসাইকেল আটক করার ঘটনা ঘটে।