স্টাফ রিপোর্টার: আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী নেতা ললিত কুমার দাস, সুলতান আহমেদ বাবু, টুটুল, তুহিন, মিনার প্রমুখ। প্রধান অতিথি বলেন আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে চাই। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাই তাদের সাহায্যে সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।