মুজিবনগর প্রতিনিধি: আজ মেহেরপুরের মুজিবনগর আসছেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এক দিনের সফরে আজ মুজিবনগর আসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায় সকাল ১০টায় সালমান এফ রহমান মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংকের ১০০ তম সামাজিক শাখার উদ্বোধন করবেন। তারপর মুজিবনগরে প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টার এ সফরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।