জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জীবননগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন ও জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন একই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। অসুস্থ বিএনপি নেতৃবৃন্দের আশুরোগ মুক্তি কামনায় গতকাল মঙ্গলবার জীবননগর পৌর যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে উপজেলা বিএনপি অফিসে পৌর যুবদলের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন তোয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মিনাজুল ইসলাম, রানা, পৌর যুবদলের আনোয়ার হোসেন, আব্দুল আলীম, ইউনুস আলী, মতিয়ার রহমান, জহুরুল ইসলাম মিঠু, হাসানুজ্জামান, উপজেলা যুবদলের রকিবুল ইসলাম বাবু, সাহাবউদ্দিন, আল শাইন ও আমানউল্লা আমান। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপজেলা, পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।