দর্শনা অফিস: কেরুজ চিনিকলের অতিগুরুত্বপূর্ণ দুটি পদের চেয়ার আকড়ে ধরে রাখা আলোচিত কর্মকর্তা ফিদাহ হাসান বাদশাকে শেষ পর্যন্ত একটি চেয়ার ছাড়তে হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সদর দফতরের নির্দেশে কেরুজ ডিস্টিলারী পদ ছেড়েছেন তিনি। আজ থেকে বিএমআর প্রজেক্টের পরিচালক পদেই দায়িত্ব পালন করতে হবে বাদশাকে। গতকাল ২৩ জানুয়ারি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রসাশন) হামিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়েছে ফিদাহ হাসান বাদশাকে বিএমআর অব কেরু’র প্রকল্প পরিচালক পদে পদায়ন করা ডিস্টিলারী বিভাগের (ফরেন লিকার) ব্যবস্থাপক রাজিবুল হাসানকে পদায়ন করা হয়েছে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) পদে। উল্লেখ্য ফিদাহ হাসান বাদশা দীর্ঘ ১৮ বছর কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় একই মিলে দায়িত্বে থাকায় অনিয়মকে নিয়মে পরিণতের মাধ্যমে দূর্নিতী করে অর্থবানিজ্যের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে বাদশার নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের ব্যপারে প্রশ্ন উঠেছে চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলামের বিরুদ্ধেও। এ ছাড়া চিনিকলের গুরুত্বপূর্ণ দুটি পদের চেয়ার আকড়ে ধরে রাখাতেও ব্যপক সমলোচিত হন। এ নিয়ে দৈনিক মাথাভাঙ্গাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।