স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়ন বিএনপির অবস্থান অনুষ্ঠিত। গতকাল রোববার বেলা ২টায় নাটুদা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি বিশ্বাস, সহ-সভাপতি কাজি বাশারুল, যুগ্ম-সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদের, জাহাঙ্গীর গাজি, রেজাউল ইসলাম বগা, খোরশেদ আলম, মাহাতাব, আত্তাব আলী, শিপলু খান, আজিম খান, মহিদুল, আনারুল খান, সবুর আলী খান, শেরহান খান, রমজান আলী টিটন, হাফিজুর রহমান, জহির উদ্দিন, জিয়াউর রহমান, কাউসার আলী, রুহুল আমিন, জবেদ মেম্বার, আসাদ আলী, আব্দুল বারি, জামাল খান, মেহের আলী খান, শফিকুল ইসলাম মন্টু, নাসির উদ্দিন খান। যুবদল নেতা মিজানুর রহমান মোল্লা, ইমান আলী, ডা. আনোয়ার, মিলন, ফরহান, সাখাওয়াৎ। ছাত্রদল নেতা জামিউল হাসান, নিয়ামুর, নাঈমুর, বাইজিদ ও মুকুল প্রমুখ। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে বলেন যেন এই ইউনিয়নে কোন অনিয়ম ও দুর্নীতি না হয়। এগুলো হলে কোন রকম ছাড় দেয়া হবে না বলে তারা জানান।