খবর:(চুয়াডাঙ্গায় বিদ্যুতের লোভোল্টেজ সমস্যা প্রকট)
একটা অভাব যেই না কাটে
আরেকটা ফের যোগ হয়,
ছোট্ট অসুখ সেরে গেলে
আবার বড় রোগ হয়-
সারা শরীর ঝালাফালা
হয়রানি-দুর্ভোগ হয়।
ভেলকি বাজির এই বিদ্যুত
ঝড়ের সময় কাত হয়,
হাড় মড়মড় মধ্যি মাঝে
শরীরে তার বাত হয়-
মাথায় ওঠে মরণ বিগাড়
যখনই ঠিক রাত হয়।
এই গেল তো শ্বশুর বাড়ি
ফেরার কথা ভুল হয়
এক নিমিষেই হাওয়া সাহেব
ঝড় যদি এক চুল হয়
উন্নয়নের বাধা উনি
তাই তো হুলস্থূল হয়।
বিদ্যুত সে চমক দেখায়
একশো একাই।
Ñআহাদ আলী মোল্লা