খবর: (র্যাবের সাথে গুলির লড়াইয়ে অপহরকচক্রের হোতা রাকিব মেম্বার নিহত)
খুন খারাবির পালের গোদা
তুই বেবোদা
খুব জ্বালালি
আর দালালি করলি;
মরলি শেষে মরলি।
পরের ধনের লোভে লোভে
কিসের ক্ষোভে
তুই শিশুকে মারলি
এই ভয়ানক কাজ কিভাবে
সারলি?
তাইতো বেশি বাড়তে নেই
মাল সামানা কাড়তে নেই
ক্ষ্যাপা পাগল নাড়তে নেই
বাড়লে বেশি
নাড়লে বেশি
খবর
কবর!
-আহাদ আলী মোল্লা