চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘরে প্রতিষ্ঠাতা অ্যাড. কাজি গোলাম মোস্তফা হায়দারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, পদক প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান আলোচক থাকবেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানে বিশিষ্ট ছড়াকার দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাকে নগদ অর্থসহ ১ম কাজি হায়দার স্বর্ণপদকে ভূষিত করা হবে। অনুষ্ঠানে জেলা লেখক সংঘের সকল সদস্য, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং আমন্ত্রিত অতিথি, কবি-সাহিত্যিককে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সভাপতি ডা. শাহীনুর হায়দার ও সাধারণ সম্পাদক ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।