খবর:(গাংনীর শালদহে পুলিশ কনস্টেবলের সাথে স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড)
কেমন কথা শোনাও বাপু
কেমন কথা শোনাও,
পারে নাকো পুলিশ এমন
কাজের কেনি কোণাও।
বর-কনেদের বাল্যবিয়ে
তার মানে গে আল্লো বিয়ে
ও বিয়েতে ধক নেই;
পুলিশ হয়ে আইনকানুন
ভাঙার সাহস-শখ নেই।
মিথ্যে কেন পুলিশ নাড়ো
এ কাজ কি সে করতে পারে
বুড়ো হয়ে বিয়ের নামে
কিশোরী বউ ধরতে পারে?
পারে না সে পারে না
এ কামে ধার ধারে না
নারে নারে নারে না;
দোষ দিয়ো আর তারে না।
Ñআহাদ আলী মোল্লা।