খবর: (ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ১৯ পুলিশসহ গ্রেফতার ২৫)
সার্টিফিকেট জাল করেছেন
মুক্তিযোদ্ধা ভুয়া-
চাকরি কি পান্তুয়া?
আলবত নয় আলবত নয়
ছেলের হাতের মুয়া।
হুক্কা হুয়া
তাবত ভুয়া
জীবন নিয়ে খেললে জুয়া
ছি;
দণ্ড হবে কী?
এবার জেলে যাওয়ার পালা
ধাপড়া রুটি খাওয়ার পালা
শেকল পরে নাওয়ার পালা
শাস্তি ভাষণ পাওয়ার পালা
তাই;
লাল ঘরে নাও ঠাঁই।
-আহাদ আলী মোল্লা