জীবননগর সাহিত্য পরিষদে স্বাধীনতা দিবসের আলোচনাসভা ও সংবর্তর মোড়ক উন্মোচন
জীবননগর ব্যুরো: জীবননগর সাহিত্য পরিষদের পত্রিকা সংবর্ত তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল সংবর্তর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন। একই সাথে স্বাধীনতা দিবসের আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি ডা. শাহিনূর হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা কাজী বদরুদ্দোজা, মীর জাহান আলী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ। সংর্বতর ওপর আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন শোয়েব দরবেশ, আজিজ হোসেন, শেখ নজরুল ইসলাম, খলিলুর রহমান, অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা, নাজমুন নাহার রিম, আশরাফুন নাহার শোভা, এস্তেমা খাতুন, মিজানুর রহমান সুনু, রাবিয়া খাতুন, রব্বেল হোসেন, রেজাউল করিম, রাশেদুজ্জামান, নিসর্গ নজরুল রাইয়া ও মোবাশ্বির। এর আগে সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সংবর্তর লেখকদেরকে পুরস্কৃত করা হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামসুল আলম।