টিপ্পনী
খবর:(জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মাছ-মাংস ও সবজি নিয়ে চম্পট)
খাওনি কদিন ঘরের ধন
খেয়ে বেড়াও পরের ধন
হাট বাজারে ঘুরে ঘুরে
নাও বাগিয়ে দরের ধন।
তোমরা হলে ঘাটের মরা
শহর বাজার হাটের মরা
ভয় দেখিয়ে অস্ত্র ধরে
ছিনিয়ে খাও গাঁটের মরা।
নুন দিয়ে খাও তলের ভাত
খেয়ে দেখো জলের ভাত
সব পাকামো ঘুঁচে যাবে
বন্ধ হলে নলের ভাত।
নলের আগা দেখাও কেন
বুকেই বা তা ঠেকাও কেন?
_আহাদ আলী মোল্লা।