স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত সমাজ গড়ি এ প্রত্যাশা নিয়ে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ভগিরথপুর যুবসংঘের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা রিমিক্স ক্লাবের শিল্পী অঙ্কন, ফাতেমা আক্তার বিপাসা, কানিজ ফাতেমা মুক্ত, শারমিন, মুক্তার আলী, সাইফুল ইসলাম ও স্থানীয় শিল্পীবৃন্দ। এ সময় অতিথি হিসাবে ছিলেন নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, শিক্ষক মোমিনুল ইক, ভগিরথপুর ক্যাম্প ইনর্চাজ ফারুক হোসেন, শিক্ষক তানজুল ইসলাম, সাবেক মেম্বার মো. আবু তালেব, বিএনপি নেতা ইউপি সদস্য মাসুদ রানা ও সাংবাদিক তৌহিদ তুহিনসহ অনেকই। উপস্থাপনায় ছিলেন শিক্ষক আহসান হাবীব।
এছাড়া, আরও পড়ুনঃ