উপমহাদেশের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী সোহরাব হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোহরাব হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে বিকেলে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় স্মরণসভা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী সোহরাব হোসেনের পরিবারের ২০ সদস্য উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রয়াত শিল্পীর ভাই এমএ মান্নান, রাহাত আরা গীতি, রওশন আরা মোমা, রিফাত আরা, মোয়াজ্জেম হোসেন, সুরাইয়া মান্নান সুমীসহ চুয়াডাঙ্গা জেলা নবীন-প্রবীণ শিল্পীবৃন্দ। প্রয়াত শিল্পী সোহরাব হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদার লোকনাথপুরের সন্তান। প্রেসবিজ্ঞপ্তি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ