খবর:(পৌর ভোটে ৭৪ প্রতীক)
ভোটের হাওয়া উঠলো দেশে
সামনে হবে ভোট,
বাড়ি বাড়ি ঘুরছে মানুষ
ছিটাচ্ছে কেউ নোট।
কারো কারো পকেট খসে
কেউ খসিয়ে বিড়ি,
যায় মাড়িয়ে ধাপে ধাপে
ভোটাভুটির সিঁড়ি।
ডিসেম্বরের তিরিশ তারিখ
খেলার হবে ইতি,
দেখি এবার ভোট কে পাবে
কার কী রকম নীতি।
Ñআহাদ আলী মোল্লা